করোনাভাইরাসের সংক্রমণের কারণে মাত্র ১৪টি ম্যাচ শেষ স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর। এখনো ২০ ম্যাচ বাকি, যা খুব দ্রুত সময়ের মধ্যে মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। তারই অংশ হিসেবে ১৩৪ বিদেশি ক্রিকেটারকের নিয়ে রিপ্লেসমেন্ট ড্রাফট শুরু হয়েছে। এতে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো দল পেয়েছেন লিটন কুমার দাস। এ ছাড়া দলে ডাক পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
কোভিড পরিস্থিতির কারণে এবারের ড্রাফট অনুষ্ঠিত ভার্চুয়ালি আয়োজন করা হয়। জনপ্রিয় ক্রিকেট সাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করেছে।
লাহোর কালান্দার্স নিয়েছে সাকিবকে। লিটন পেয়েছেন করাচি কিংসকে। আর মাহমুদউল্লাহর দল মুলতান সুলতান্স। এছাড়াও তামিম ইকবাল ও তাসকিন আহমেদের নাম থাকলেও এই আসরে তাদের দলে নেয়নি কেউই। আগামী ২ জুন থেকে ফের শুরু হবে এই প্রতিযোগিতা, ফাইনাল ২০ জুন। সবগুলো ম্যাচ হবে করাচিতে।