গোপালগঞ্জে মাহেন্দ্রর চাপায় গরু ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জে মাহেন্দ্রর চাপায় গোরাই শেখ নামে(৪৫) এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া আঞ্চলিক মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেক বাজার নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে । নিহত গোরাই শেখ বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের মোখলেস শেখের ছেলে।
টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম বলেন, রাত সাড়ে ৮টার দিকে ঘোনাপাড়া থেকে থেকে একটি ভ্যান টুঙ্গিপাড়ার দিকে আসতেছিল। মালেক বাজার এলাকায় পৌছালে পিছন দিক থেকে একটি মাহেন্দ্র ভ্যানে ধাক্কা দিলে ভ্যান থেকে গোরাই শেখ পড়ে যায়। পড়ে যাওয়ার পরে মাহেন্দ্রটি চাপা দিয়ে পালিয়ে চলে যায়। ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান।
তিনি আরো জানান,পরিবারের আবেদনের প্রেক্ষিতে গোরাই শেখের লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।