কাশিয়ানীটুঙ্গিপাড়াফিচারমুকসুদপুর
গোপালগঞ্জে করোনার উপসর্গে ১ জনের মৃত্যু

গোপালগঞ্জে করোনার উপসর্গে নির্মল কুমার দে (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার রাত সোয়া ১০ টার দিকে তিনি গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে মারা যান।
নির্মল কুমার দে গোপালগঞ্জ শহরের পাবলিক হল রোর্ডের ভরত চন্দ্র দে’র ছেলে।
গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, করোনার উপসর্গ নিয়ে সোমবার ভোর ৪ টার দিকে নির্মল হাসপাতালে ভর্তি হন। রাত সোয়া ১০টার দিকে তিনি সেখানে মারা যান। তাৎক্ষনিকভাবে স্যাম্পল কালেকশন করে গোপালগঞ্জ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানা যাবে।