এত ভালো সাড়া পাবো ভাবিনি

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সারাদেশে চলছে কঠোর লকডাউন। এমন পরিস্থিতিতে শোবিজের অনেকে তারকাই শুটিং বন্ধ রেখেছেন। শুটিংয়ের অনুমতি থাকলেও পরিবারের সদস্যদের কথা ভেবে বাসায় থাকছেন তারা। করোনার কারণে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাও লম্বা সময় ধরে বাসায় অবস্থান করছেন।
তার ভাষ্য, ‘লকডাউনের আগে থেকেই শুটিং করছি না। নিজের ও পরিবারের নিরাপত্তাটা সবার আগে। শুটিং করে তো কাউকে ঝুঁকিতে ফেলতে পারি না। এজন্য বাসায় আছি।’
তিনি আরও বলেন, ‘করোনার কারণে অনেক গুণী শিল্পীকে আমরা হারিয়েছি। প্রতিদিন হারানোর সংবাদ, আর নিতে পারছি না। এমন পরিস্থিতি সবাইকে খুব সাবধানে চলতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া দয়া করে কেউ বাড়ির বাইরে যাবেন না। আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
ঈদের কাজের খবর জানতে চাইলে তিশা বলেন, ‘লকডাউন, করোনা পরিস্থিতি সব কিছুর উপর নির্ভর করবে ঈদের কাজের শুটিং।’
এদিকে, সর্বশেষ এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাট ‘হাউজ নং ৯৬’র বিশেষ সাত পর্বে তানজিন তিশার অভিনয় দর্শমহলে বেশ প্রশংসিত হয়েছে। দীর্ঘদিন পর ধারাবাহিকে অভিনয় কেমন লেগেছে? উত্তরে তিশা বলেন, ‘ধারাবাহিকে আমি অতিথি চরিত্রে অভিনয় করেছি। আর এই সাত পর্ব আমারই লিখা গল্প। নিজের গল্পে অভিনয় করে এতো ভালো সাড়া পাবো ভাবিনি।’