গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে(সদর হাসপাতাল) পারসোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম ।
সাইফুল বাংলাদেশ আওয়ামীলীগ গোপালগঞ্জ জেলা শাখার সদর থানার যুগ্ন- সাধারন সম্পাদক ও গোপালগঞ্জ টিন রড ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ।
সোমবার দুপুরে এই পিপিই গ্রহণ করেছেন সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার অসিত কুমার মল্লিক । সাইফুলের উপস্থিতিতে পিপিই হস্তান্তর করেছেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু।
এসময় থানা আওয়ামীলীগের নেতা, হাসপাতালের কর্মকর্তা সহ সাংবাদিকরা উপস্খিত ছিলেন ।
এসময় সাইফুল বলেন, করোনাভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে সারা দেশের হাসপাতালে জীবনের ঝুকি নিয়ে সাথে কাজ করছে ডাক্তাররা । গোপালগঞ্জ হাসপাতালের ডাক্তাররা যাতে সাহসীকতার সঙ্গে ঝুকিমুক্ত থেকে গোপালগঞ্জবাসীকে সেবা দিতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে গোপালগঞ্জের মাটি ও মানুষের নেতা গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের নির্দেশে সেলিম ভাইয়ের পক্ষ থেকে ৩০টি পিপিই প্রদান করা হয়েছে। প্রয়োজনে আরো পিপিএ সরবারহ করা হবে ।
পরে তিনি সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সকলকে আহ্বান জানান।
এর আগে সাইফুল গত ১ এপ্রিল গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের পক্ষ থেকে ৬০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছিলেন ।