টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা
অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মো. মিজানুর রহমান।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন
করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত
কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
তিনিএ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ- প্রকল্প পরিচালক আওলাদ হোসেন, প্রকৌশলী মানসুরুল হক, প্রকল্প
বাস্তবায়ন অফিসার সমিতির সভাপতি মো. মোবিনুর রহমান, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, টুঙ্গিপাড়া
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র
শেখ তোজাম্মেল হক টুটু প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে তিনি টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলায় বাস্তবায়নাধীন ৩টি উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শন করেন।