নিজস্ব প্রতিবেদক,দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) একেএম জিয়াউল হাসান খান পদত্যাগ করেছেন।
অসুস্থতার কারণ দেখিয়ে ইমেইলের মাধ্যমে তিনি ডিএসইতে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ (ডিমিউচ্যুয়ালাইজেশন) পরবর্তী তদারকি সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য ২০১৪ সালে একেএম জিয়াউল হাসান খান ডিএসই’র সিআরও হিসেবে দায়িত্ব পান।
শুরুতে তার পদটি চুক্তিভিত্তিক হলেও পরে তা স্থায়ী করা হয়। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে ডিএসই’র পরিচালনা পর্ষদের বড় অংশ তার পক্ষ নেয়।
তবে সম্প্রতি কিছু বিষয়ে ডিএসই’র পরিচালনা পর্ষদের একটি অংশের সঙ্গে সিআরও জিয়াউল হাসানের দূরত্ব সৃষ্টি হয়। মূলত এ কারণেই তিনি ডিএসই থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
পদত্যাগের কারণ জানতে জিয়াউল হাসান খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবারই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।