ফজরের নামাজের জন্য অজু করার সময় টিউবওয়েলের শব্দে ঘুমের ব্যাঘাত ঘটায় প্রতিবেশীকে মারধরের অভিযোগ উঠেছে স্বামী-স্ত্রী বিরুদ্ধে। শুক্রবার (৪ নভেম্বর) ভোরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী-স্ত্রীর নাম ভুলু শেখ ও রাশিদা বেগম।
ভুক্তভোগী প্রতিবেশী রেজাউল খান (৬৩) ও রাশিদা বেগম (২৮) তাদের নামে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী রেজাউল খানের পুত্রবধূ রাশিদা বেগম ভোরে ফজরের নামাজ পড়ার উদ্দেশে টিউবওয়েলে অজু করতে যান। তখন টিউবওয়েল চাপার শব্দে পাশের বাড়ির ভুলু শেখের ঘুমের ব্যাঘাত ঘটে। তিনি অকথ্য ভাষায় রাশিদাকে গালাগালি করেন।
এই বিষয়ে বিচার চাইতে গেলে ভুলু শেখ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে রাশিদার শ্বশুর রেজাউলকে এলোপাতাড়ি মারপিট করেন। এ সময় শ্বশুরকে বাঁচাতে গেলে ভুলু শেখের স্ত্রী রাশিদাকেও মারেন। পরে ভুলু কুড়াল এনে টিউবওয়েল ভেঙে ফেলেন।
এ বিষয়ে বাদী রেজাউল খান বলেন, আমার পুত্রবধূ ফজরের নামাজের জন্য ওযু করছিল। টিউবওয়েলে শব্দ হওয়ায় তাকে প্রথমে গালাগালি করে। পরে গ্রাম্যভাবে বিচার চাইতে গেলে আমাদের মারধর করে। এমনকি লোহার কুড়াল এনে টিউবওয়েলটি ভেঙে ফেলেছে।
অভিযুক্ত ভুলু শেখ বলেন, ‘অনেক রাতে ঘুমাইছি। এতো জোরে টিউবওয়েল চাপছে যে আমার ঘুম ভেঙে গেছে। তাকে আস্তে চাপার কথা বললেও শোনেনি। উল্টো পরদিন সকালে আমার নামে বিচার দিছে। পরে আমি রাগের বশে টিউবওয়েলটি ভেঙে ফেলছি।’
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক ও ওড়াকান্দি ইউনিয়নের বিট পুলিশের কর্মকর্তা (এসআই) আশুতোষ কুমার বলেন, ভুক্তভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব।