গোপালগঞ্জে ইউপি নির্বাচন কে কেন্দ্র করে মারামারি ভংচুর আহত- ৩

গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের ডুমদিয়া গ্রামে নির্বাচনী জের ও অধিপদ্য বিস্তারকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে তিন জন আহত। বাড়ী ঘর ও গাড়ী ভাংচুর করার অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল গাজীর বিরুদ্ধে।
আজ বেলা সাড়ে ১১ টার দিকে ডুমদিয়া গ্রামের নাইচ গাজী ও সাবেক চেয়ারম্যান ইকবাল গোসেন গাজীর বাড়ী মারামারি ও ভাংচুরের ঘটনা ঘটে।
আজ নাইচ গাজীর বাড়ীতে ডুমদিয়া মাদ্রাসার এতিমছাত্রদের খাওয়ানোর ব্যবস্থা করে ছিল নাইচ গাজীর পরিবার। এমন সময় সাবেক চেয়ারম্যান ইকবাল গাজী ও তার ভাইয়েরা মিলে ডেকচি ভরা খাবার নষ্ট কওে এবংবাড়ীঘর ও গাড়ী ভাংচুর করে।
এ সময় নাইচ গাজির ছোট ভাই মাসুম গাজী (৩০) মানুরে বেগম (৬৫) ও নাইচ গাজী কে আপন চাচাতো ভাইয়েরা কুপিয়ে মারাত্তক ভাবে জখম করে। পরে পরিবারের লোকজন ও এলাকা বাসী তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতাল সুত্রে জানা যায়, নাইচ গাজীর শরীরের অবস্থা আশংকাজনক। তার শরিরে অস্ত্রপাচার চলছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্থতি চলছে।