
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার দ্বিতীয় ধাপে ১১ই নভেম্বর নির্বাচনে মোটরসাইকেল মার্কা নিয়ে সিংগা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে বিজয় লাভ করেন রথীন্দ্রনাথ বিশ্বাস, তিনি সিংগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সিংগা পশ্চিমপাড়া এস এস ই ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টার ।
শুক্রবার দুপুরে এই আয়োজন কে কেন্দ্র করে তিনি বলেন, আজ এই ভোজের মাধ্যমে আমার ভালোবাসার মানুষদের একত্র করেছি তারা আমাকে আশীর্বাদ করবে। জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন সন্ত্রাস, মাদক মুক্ত সমাজ গড়তে, এবং সিংগা ইউনিয়নের শিক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য, আমি তাদের এই প্রত্যাশা পূরণের জন্য কাজ করে যাব।
গোপালগঞ্জ ২আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তুমি সর্বদা কাজ করে যাব এই প্রত্যাশা ব্যক্ত করেন সদ্য নির্বাচিত সিংগা ইউনিয়নের চেয়ারম্যান রথীন্দ্রনাথ বিশ্বাস।