
নড়াইলের কালিয়া উপজেলার চর ডুমুরিয়া গ্রামে মধুমতি নদীর অব্যাহত ভাঙ্গনের কবল থেকে রক্ষার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল (শনিবার) সকাল ১০ টায় মধুমতি নদীর পাড়ে ক্ষতিগ্রস্থ এলাকাবাসী ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন। মানববন্ধনে ক্ষতিগ্রস্থ কয়েক শতাধীক নারী পুরুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ১০ বছর ধরে মধুমতি নদীর অব্যাহত ভাঙ্গনে চর ডুমুরিয়ার বিপুল পরিমান ফসলি জমি ও কয়েক’শ বসতবাড়ি নদীগর্ভে বিলিন হয়েছে। অথচ এ ব্যাপারে কতৃপক্ষের কোন নজরদারী নাই। এভাবে অব্যাহত ভাঙ্গন চলতে থাকলে চর ডুমুরিয়া গ্রামটি নদীগর্ভে বিলিন হয়ে যাওয়ার আসঙ্কা করছে এলাকাবাসী।
বক্তারা আরও বলেন, একাধিক পরিবার শেষ সম্বল ভিটামাটি টুকু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে তারা। নদীর ভাঙ্গন রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন,মো: মিজানুর রহমান, ইবাদত মোল্লা, সোহরাফ মোল্লা, মান্নান মোল্লা, নজরুল মোল্লা, জুয়েল শেখ সহ আরও অনেকে।