
গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশের শান্তি ও শুভকামনা উপলক্ষে প্রার্থনা সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার বিকালে কাশিয়ানী উপজেলার ভাদুলিয়া রিডিমৃড খ্রিষ্টিয়ান চার্চ অব গড এর আয়োজনে দেশের শান্তি ও শুভ কামনায় দিনব্যাপি প্রার্থনা সভা হয়।
এ সময় সহকারী জাতীয় সমন্বয়ক,আরসিসিজি সভাপতি কেনিয়া মিঃ ইম্মানুয়েল, বিশেষ আঞ্চলিক সহকারী আরসিসিজি এশিয়া অঞ্চল মিঃ বিওদুন ওজেসিনা, স্থানীয় প্রতিনিধি মিসেস গ্লোরিয়া বিশ^াস ও অন্যান্য জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিনিধি বৃন্দ।