১০ নং ওয়ার্ড হবে মডেল ওয়ার্ড – আনোয়ারুল হক বনি

গোপালগঞ্জ পৌরসভার বর্তমান ১০ নং ওয়ার্ডের কমিশনর পদপ্রার্থী মোঃ আনোয়ারুল হক বনি ওয়ার্ড বাসীর কাছে দোয়া প্রার্থী। শারদীয় দূর্গ পুজা উপলক্ষে গতকাল বনি ১০ ওয়ার্ডের কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন। সেই সাথে প্রত্যেকটি পুজা মন্ডপে সহযোগিতা করেন।
আসন্ন গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে পুরাতন ৭নং, বর্তমান ১০ নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী আনোয়ারুল হক বনি ফরেস্ট রেঞ্জার মৃত- সাইদুল হকের (সোনা মিয়া) কনিষ্ট পুত্র ।
বনি বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য, সাবেক কোষাধক্ষ্য গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ।
বনি বলেন, আমি ১০ নং ওয়ার্ড বাসীর কাছে দোয়া প্রার্থনা করছি, আমি কমিশনার পদে নির্বাচিত হলে ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তুলবো। ওয়ার্ডের গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীদের সকল প্রকার সাহায্যে সহযোগিতা করবো (নিজেস্ব অর্থায়নে) যাতে তাদের মেধা বিকাশে কোন বাধাঁ না আসে। এ সময় বনি মাদকমুক্ত সমাজ গড়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।