কোটালীপাড়ায় “বাংলাদেশের খবর” পত্রিকার বর্ষপূর্তি পালিত

‘দেশের খবর দশের খবর ‘ এই স্লোগানের বাহক দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ৬ষ্ঠ বর্ষ প্রতিষ্ঠাবার্ষিকী আজ।
এরই ধারাবাহিতায় সারা দেশের মতো গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ রেলী করা হয়। কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে রবিবার সকাল ১১ টা উপজেলার ভাংঙ্গারহাট বাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রমথ রঞ্জন সরকারের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তৃতা রাখেন.মোঃ শামিনুল হক, আইসি,ভাংগারহাট তদন্ত কেন্দ্র, কোটালীপাড়া। রেভাঃ ফাদার লিটন ফান্সিস গোমেজ, পাল পুরোহিত নারিকেল বাড়ী ধর্ম পল্লী, কোটালীপাড়া। এ্যাড়ঃ বিজন বিশ্বাস,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ,কোটালিপাড়া। সর্বানন্দ বৈদ্য, সভাপতি, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামিলীগ। কোটালীপাড়া, সরোজ বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক, কোটালীপাড়া উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগ।রেভাঃ অসিত গাইন, পরিচালক, ইস্টার্ন হাইটস খৃষ্টীয়ান চার্চ।মোল্লা মহিউদ্দিন, সভাপতি, রিপোটার্স ক্লাব,কোটালীপাড়া। প্রমুখ। বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধি জেমস বাড়ৈ কে ও কলাকুশলীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উত্তোরত্তর সাফল্য কামনা করেন।