আরও
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চেয়ারম্যান

৮ অক্টোবর, ২০২১ একটি অনলাইন নিউজ পোর্টালে ‘গোপালগঞ্জে এম.পি বরাদ্দ খেয়ে ফেলল চেয়ারম্যান’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন গোপালগঞ্জ সদর উপজেলার ০৫ নং গোপীনাথপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চু।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
তিনি জানান, কদিন বাদে ইউনিয়ন পরিষদ নির্বাচন আর সেখানে আমি চেয়ারম্যান প্রার্থী এ নির্বাচেনে আমার বিপক্ষ প্রার্থী আমাকে হেয় করতে আমার বিরুদ্ধে এ বানোয়াট সংবাদ ছাপিয়েছেন। এ ব্যাপারে আমার এলাকার জনগনকে বিভ্রান্ত না হতে জোর অনুরোধ রাখছি ।