বটিয়াঘাটায় কোটা আন্দোলন কারীদের পক্ষে বিপক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বটিয়াঘাটা উপজেলা সদরে কোটা বিরোধী ও কোটার পক্ষে দু’দলের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কোটা বিরোধীরা তাদের দাবী মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান। অপরদিকে বটিয়াঘাটা উপজেলা ছাএলীগ কোটার পক্ষে থানা মোড়ে এক সমাবেশ করে। বটিয়াঘাটা বাসস্ট্যান্ড এলাকায় কোটা আন্দোলনকারীদের মিছিলে দুপুর একটার দিকে ছাত্রলীগের হামলা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ছাত্রলীগের হামলায় পাভেল নামে এক কলেজ ছাত্র আহত হয় বলে জানা যায়। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার বলেন, সংঘর্ষ হয়েছে এমন কোন তথ্য আমার জানা নাই। তবে দু পক্ষেরই সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।