আর কিছুক্ষণ পরই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হচ্ছে উরুগুয়ের। দুই পরিবর্তন নিয়ে এই ম্যাচের একাদশ সাজিয়েছেন কোচ দরিভাল জুনিয়র।
উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা অবশ্য তার একাদশ নিয়ে বেশ নির্ভার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ যে গ্রুপ ম্যাচটা খেলেছিল উরুগুয়ে, সে একাদশের ওপরই ভরসা রেখেছেন তিনি।
আজকের এই ম্যাচে সেলেসাওরা পাচ্ছে না তাদের বড় তারকা ভিনিসিয়াস জুনিয়রকে। নিষেধাজ্ঞার কারণে তিনি নেই আজ। তার জায়গায় দলে এসেছেন তরুণ তুর্কি এনদ্রিক।