চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় বিএনপি’র ২৯ নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার দায়ের করা পৃথক দুটি নাশকতা মামলায় বিএনপি’র ২৯ নেতাকর্মীর জামিনের আবেদন নামঞ্জুর করে বিজ্ঞ আদালত তাদের জেলা কারাগারে আটক রাখার আদেশ দেন। বিকেলে বিএনপি’র ২৯ নেতাকর্মী জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত দর্শনা থানা বিএনপির ২৯ নেতাকর্মীরা হলেন, হাবিবুর রহমান বুলেট, নাহারুল ইসলাম, জালাল উদ্দীন লিটন, শাহজামাল তেতুল, সরোয়ার হোসেন, নাজিম উদ্দীন, হাবুকল্লা, মোস্তাফিজুর রহমান মোহন, নাসির উদ্দীন খেদু, ফজলুর রহমান, আজিজুল হক, শফিউল্লাহ শফি, আজিজুল হক, আব্দুর রশিদ, আব্দুল রহিম বাদশা, মিলন মিয়া, আব্দুল হাসান টোটন, বাশার ডাক্তার, আহাদ আলী,

সানোয়ার হোসেন, আজমুল শেখ, মনিরুল ইসলাম, মিলন মোল্লা, খাইরুল ইসলাম যুদ্ধ, ফজলুর রহমান, মহিদুল জোয়াদ্দার মুহিত, আক্তার হোসেন, নূর আলম সিদ্দিকী মজনু, মীর অনিক হাসান, শাহারুল।

মামলা সূত্রে জানাযায়, জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার রামনগর ফুটবল খেলার মাঠের মিনারের সামনে ২০২৩ সালের ২৯ অক্টোবর একদল দুর্বৃত্ত জান মাল ও সম্পত্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে জড়ো হয়। দর্শনা থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চলায়। এ সময় ঘটনাস্থল থেকে বোমা সাদৃশ্য ৭ টি বস্তু, ৯ টি বাশের লাঠি ও ৪ টি লোহার রড উদ্ধার করা হয়।

এ ঘটনার দর্শনা থানায় ২০২৩ সালের ২৯ অক্টোবর তারিখে একটি মামলা দায়ের হয়। মামলা না ২৫। এবং ৩১ অক্টোবর ২০২৩ তারিখে দর্শনা থানার ৬২ আড়িয়া দাখিল মাদ্রাসা মাঠে জামাত বিএনপির দুষ্কৃতকারী জান মাল ও সম্পত্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে অবস্থান করছে। দর্শনা থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চলায়। এ সময় ঘটনাস্থল থেকে বোমা সাদৃশ্য বস্তু সাতটি, প্লাস্টিকের পাইপ ১২ টি, কাঠের বাটাম চারটি, লোহার রড ছয় টি জোড়া পুরাতন স্যান্ডেল জুতা ১৩ টা জব্দ করেন। এ বিষয়ে পৃথক আরেকটি নাশকতা মামলা দয়া করা হয়। মামলা নম্বর ২৭। তারিখ ৩১/১০/২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *