চট্টগ্রা‌ম স্ত্রীকে পি‌টি‌য়ে শ্বাস‌রো‌ধে হত্যার দা‌য়ে স্বামীর মত্যূদন্ড

চট্টগ্রা‌ম নগ‌রে স্ত্রীকে পি‌টি‌য়ে শ্বাস‌রো‌ধে হত্যার দা‌য়ে স্বামী ‌মোঃ জামালকে মত্যূদন্ড দি‌য়ে‌ছে আদালত। মঙ্গলবার (৩ জুলাই) ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শে‌ষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. জেবু‌ন্নেছা এই রায় ঘোষণা ক‌রেন। দণ্ডপ্রাপ্ত মোঃ জামাল কু‌মিল্লা জেলার মুরাদনগ‌রের জোনার আলীর ছে‌লে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে মহানগর পিপি এড. আবদুর রশীদ ব‌লেন, এই রা‌য়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। স্ত্রীর অ‌ভি‌যোগ‌ যথাযথভা‌বে প্রমাণিত হওয়ায় তার বিরু‌দ্ধে মৃত‌্যুদণ্ডা‌দেশ এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওেয়া হয়। রা‌য়ের সময় আসামি আদাল‌তে হা‌জির ছি‌লেন। এই রা‌য়ে সন্তুষ্ট না হ‌লে ৭ দি‌নের ম‌ধ্যে আপীল করার জন‌্য ব‌লেন আদালত। ফ্রিতে এক‌টি রা‌য়ের ক‌পি আসামিকে দেওয়ার জন‌্য বলা হয়।

মামলার এজহার সূ‌ত্রে জানা যায়, ২০২২ সা‌লে নগরীর বাক‌লিয়া এলাকার এক‌টি ঘটনা। ভিক‌টিম পার‌ভিন আকতার আস‌ামী জামাল উ‌দ্দিন সা‌থে ঘটনার ৭/৮ মাস আ‌গে কা‌বিননামা ছাড়া গরম বি‌বির মাজা‌রে গি‌য়ে বিবাহ ক‌রে। ত‌বে আসামী জামাল উ‌দ্দিন ভিক‌টিম পারভী‌নের ২য় স্বামী ছিল। ভিক‌টি‌মের আ‌গের স্বামী মনা মিয়া বিচ্ছেদ হওয়ার পর আসামি জামাল উ‌দ্দিনের সা‌থে বিবাহ হয়। বিবা‌হের কিছুদিন সু‌খে শা‌ন্তিতে তা‌দের দাম্পত‌্যজীবন অ‌তিবা‌হিত হ‌লেও প‌রে বি‌ভিন্ন বিষয় নি‌য়ে তা‌দের ম‌ধ্যে মনোমা‌লিন‌্য সৃ‌ষ্টি হয়। ঘটনার দিন ভিক‌টিম‌কে পি‌টি‌য়ে আহত ক‌রে গলায় ওড়না পেছি‌য়ে হত‌্যার প‌রে প‌লি‌য়ে যায় স্বামী জামাল উ‌দ্দিন। এই ঘটনায় মামলা হলে স্বামী‌ জামালকে গ্রেফতার ক‌রে পু‌লিশ। একই বছর চার্জ গঠন ক‌রে বিচার শুরু ক‌রে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *