কিশোরগঞ্জে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত।

কিশোরগঞ্জে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩জুলাই) দুপুরে জেলা শহরের রথখলা ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লায়লা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব আকন্দ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।

সমাবেশ শুরু পূর্বেই বেলা ১১ টার পর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির শত শত নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকে। সময় তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে স্লোগান দিয়ে সমাবেশ তলে উপস্থিত হয়।

সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।সেই সাথে তাকে বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়ে সুচিকিৎসার দাবি জানায়।

উক্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি শরিফুল ইসলাম শরিফ, সহসভাপতি রুহুল আমিন আকিল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক,জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা যুবদলের পল্লী উন্নয়ন সমবায় বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম সুজন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *