অবৈধভাবে বালু উত্তোলনে ২ ব্যক্তির এক লাখ টাকা জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ ব্যক্তির এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত  বুধবার (৩ জুলাই) রাত আট টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার, নিতাই ইউনিয়নের বেলতলি নামক স্থানে, নদীর বালু উত্তোলনের দায়ে তাদের এ জরিমানা করে।

সূত্র জানায়- নদ-নদী খননকৃত বালু উত্তোলনের তারিখ দু’ দফায় শেষ হওয়ায় এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ী ওইসব বালুর স্তুব থেকে বালু লুট করছিল। এ খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈন খান এলিস থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ২টি ট্রাক্টরসহ ২ জনকে আটক করে। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা করে দুইজনের ১ লক্ষ টাকা জরিমানা করে। অর্থদন্ড প্রাপ্তরা হল নীলফামারী সদরের কুখাপাড়া গ্রামের জহুরুল ইসলামের পুত্র রুবেল ইসলাম (৩৫) ও সৈয়দপুর উপজেলার বেলতলি গ্রামের তছলিম উদ্দিনের পুত্র মোসতাকুল (৪০)।

সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস জানান- নিলামকৃত বালু পয়েন্টের মেয়াদ শেষ হওয়ার পরও তারা বালু উত্তোলন করার দায়ে ২ জনের এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *