গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিয়ে বাড়িতে হামলা : বাড়ি ঘর ভাংচুর, লুটপাট

গোপালগঞ্জের কোটালীপাড়ার বর্ষাপাড়া গ্রামে বিয়ে বাড়ীতে হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এতে কনের গায় হলুদেও অনুষ্ঠান পন্ড হয়ে যায়। নিরাপত্তার জন্য কনেকে তার মামা বাড়ী সরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনার পর দফায় দফায় হামলা,বাড়ী ঘর ভাচুর সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে মহিলাসহ ৩জন আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ও আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বদিউজ্জামান বিশ্বাসের সাথে মামুনুর রশীদ সিকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে গতকাল বুধবার সকালে বদিউজ্জামান বিশ্বাসের লোকজন মামুনুর রশীদ সিকদার গ্রুপের রিপন বিশ্বাস (৩৩) কে মারধর করে। এ ঘটনার পরে মামুনবিশ্বাসের লোকজন একত্রিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে বদিউজ্জামান বিশ্বাসের গ্রুপের কালাম বিশ্বাস, রব বিশ্বাস, দিদার বিশ্বাস, রসুল বিশ্বাস, ফেরদাউস বিশ্বাস, বাচ্চু বিশ্বাস, শামিম বিশ্বাস ও ফকা বিশ্বাসের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট চালায়।
এ সময় বাঁধা দিতে গিয়ে লাভলী বেগম(৪৫), নাইম বিশ্বাস (২৫) গুরুতর আহত হয়। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এর আগে চলতি মাসের ১১ তারিখে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১০জন আহত ও ৭টি ঘর বাড়ি ভাংচুর করা হয়।
এদিকে বৃহস্পতিবার সকালে মামুন সিকদারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বদিউজ্জামান এর গ্রুপের আলিল বিশ্বাস, নজরুল বিশ্বাস ও ইমরুল বিশ্বাস এর বাড়ি ঘর ভাংগচুর ও লুটপাট চালায়।
এ ব্যাপারে মামুন সিকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ গুলো আসছে তা সম্পূর্ন বিত্তিহীন। অভিযোগকারীরা নিজেদের বাড়ি ঘর ভাংচুর করে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছেন ।
এ বিষয় কোটালীপাড়া থানায় উভয় পক্ষ অভিযোগ করলে ও এখন পযর্ন্ত পুলিশ কাউকে আটক করতে পারিনি।