গোপালগঞ্জে ভূমিদস্যূদের হাত থেকে ক্রয়কৃত জমি বাঁচাতে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জের মুকসুদপুরে ভূমিদস্যূ নিলকমল বালার মিথ্যা মামলা থেকে রেহায় পেতে ও ক্রয়কৃত জমি বাঁচাতে সংবাদ সম্মেলন করেছেন আমেরিকা প্রবাসী জন শ্রীকান্ত বাড়ৈ।
শনিবার সকালে মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গ্রামের নিজ বাড়ীতে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বানিয়ারচর মিশন সংলগ্ন ক্রয়কৃত ১৩ শতাংশ জমিতে ১০টি দোকান নির্মান করে ভোগ দখল করে আসছিলেন তিনি। কিন্তু‘ ওই জমি দখল করতে গাছ কাটার মিথ্যা মামলা দিয়ে তাকে হয়বানি করে আসছে ভূমিদস্যূ নিলকমল বালা। বিজ্ঞ আদালত তাকে রেহায় দিয়ে এ মামলা খারিজ করে দেয়ার পর থেকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন। তিনি তার ক্রয়কৃত জমি বাঁচাতে ভূমিদস্যূ নিল কমল বালা ও তার দোসরদের শাস্তির দাবী জানান। এ সংবাদ সম্মেলনে এলাকাবাসী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থি’ত ছিলেন।