জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জে ৫ শ’ ফলজ বৃক্ষের চারা বিতরণ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)।
গোপালগঞ্জ বিএডিসি প্রশিক্ষণ হল রুমে প্রধান অতিথি বারি’র মহাপরিচালক ড. মোঃ নাজিরুল ইসলাম কৃষকদের হাতে এসব ফলের চারা তুলে দেন।
এরআগে সেখানে বারি উদ্ভাবিত দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলে উৎপাদন উপযোগী উচ্চ ফলনশীল ফলের উৎপাদনের আধুনিক কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জে বারি কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড.এম এম কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো: কামরুল হাসান, ভাসমান কৃষি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো: মোস্তাফিজুর রহমান, উপ প্রকল্প পরিচালক ড. মোঃ হারুনর রশিদ, গোপালগঞ্জ বারির উধর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মহসীন হাওলাদার, বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো: রফি উদ্দীন বক্তব্য রাখেন।
এতে গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার ৪ উপজেলার ১২০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।